১৬ জুন ২০২৫, ০৮:০১

ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধানসহ তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি  © সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও তার উপপ্রধান জেনারেল হাসান মোহাক্কিক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলা তারা নিহত হন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ওই হামলায় আরও একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরী নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।

এর আগে ইরানের একাধিক পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার বাড়িতে নির্ভুল আঘাত হানার খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এসব হামলাকে ইসরায়েল বর্ণনা করেছে ‘অস্তিত্বগত হুমকি নির্মূলের অংশ’ হিসেবে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে ওই বিমান হামলার সময় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি, উপপ্রধান হাসান মোহাক্কিক এবং মোহসেন বাঘেরি নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।