১৫ জুন ২০২৫, ১৯:৫৩

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য জানাতে যোগাযোগ করা যাবে যেভাবে

ইরান-ইসরাইলের মধ্য চলছে একের পর এক হামলা পাল্টা-হামলার ঘটনা  © টিডিসি ফটো

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। ইরান-ইসরাইলের মধ্য চলছে একের পর এক হামলা পাল্টা-হামলার ঘটনা। ইরানের অধিকাংশ শহরজুড়েই হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন ঘটনায় হতাহতের সংখ্যাও ছাড়িয়েছে শতাধিক। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে।

এ অবস্থায় ইরানে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য জানাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই নম্বরের যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম।

আজ রবিবার (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে ওয়ালিদ ইসলাম লেখেন, ইরানে অবস্থানরত অধিকাংশ বাংলাদেশির তথ্য দূতাবাসের কাছে আছে। এছাড়াও, কারও আত্মীয়-স্বজন, নিজে অথবা যে কারো তথ্য প্রদান করতে নিচের দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। 

তিনি আরও লেখেন, দূতাবাসের কাছাকাছি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে দূতাবাসের দিকে কাউকে না আসার জন্য অনুরোধ করা হল। আমরা কোথা থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করবো তা অনতিবিলম্বে জানিয়ে দেয়া হবে। যেকোনো ঝামেলায় আমাদের  হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন (ওয়ালিদ ইসলাম: +8801610606082 ও ফারুক হোসাইন: +98 990 857 7368)।

স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, আমার যেহেতু ইরানি নম্বর এখনো বন্ধ। সরাসরি কল করতে হলে আপাতত ফারুকের নম্বরে কল দিলেই চলবে। আপাতত, সাংবাদিক ভাইদের অনুরোধ করবো যে, দয়া করে এই নম্বরগুলোতে শুধু তথ্যের জন্য কল করবেন না।