যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান
তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
এদিকে চলমান পরিস্থিতিতে সব বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করেছে ইরান। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কোম্পানি এ ঘোষণা দিয়েছে। ইরনা নিউজ সংস্থা এক প্রতিবেদনে এ তথা জানিয়েছে। খবর আল জাজিরা
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কোনও বিমানবন্দরে আপাতত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, দেশের সব ফ্লাইট বন্ধ থাকবে।