বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে
ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। সংবাদসংস্থা এপি ও সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩২ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১০ জন ছিলেন ক্রু। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জি. এস. মালিক এপিকে বলেন, মনে হচ্ছে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
তিনি আরও বলেন, অফিসসহ আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায়, কিছু স্থানীয় বাসিন্দাও মারা গেছেন। হতাহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা হচ্ছে।
অন্যদিকে, রয়টার্সকে আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ আনা হয়েছে।
আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে ২৩ থেকে বেলা দেড়টার কিছু সময় পর বিমানটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি ‘মে ডে’ সঙ্কেত দেয়, এরপর আর বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উড়োজাহাজটি মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি হোস্টেলে আছড়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। সেখানকার ৫ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।