দুর্ঘটনায় পতিত এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের তালিকা দেখুন এখানে
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর ঘটনায় থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীদের পরিচয় জানতে আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের সুবিধার্থে তালিকাটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশ করা তালিকায় দেখা গেছে, ভারতীয় যাত্রী ছিল ১৬৯ জন, ইংল্যান্ডের যাত্রী ছিল ৫৩ জন, কানাডার যাত্রী ছিল ১ জন, পতুর্গালের যাত্রী ছিল ৭ জন এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।
বিমানে থাকা যাত্রীদের তালিকা দেখুন এখানে
জানা গেছে, এআই-১৭১ নম্বরের এ বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওঠে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের বহু ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানটি কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক গণমাধ্যমকে বলেন, ‘মেঘানিনগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে গুজরাতের মুখ্যমন্ত্রী লেখেন, ‘অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি।’