১২ জুন ২০২৫, ১৫:১৩
ভারতে শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। উড়োজাহাজটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে।