ঈদের দ্বিতীয় দিন গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭৫
ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকডজন মৃতদেহ উদ্ধার করছে উদ্ধারকারীরা। খবর আল জাজিরার
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান হামলার আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। শনিবারের (৭ জুন) হামলায় অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।
ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য রয়েছে। এ ছাড়াও এই ১৬ জনের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায় এই পরিবারটি বসবাস করত বলে জানা গেছে।
তিনি বলেন, এটি সত্যিই একটি পূর্ণাঙ্গ গণহত্যা ছিল। সেখানে সবাই বেসামরিক লোক ছিল। ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮৫ জন মানুষ আটকা পড়ে আছে।