০৬ জুন ২০২৫, ০৭:২৬

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ 

ঈদুল আজহা  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ সংযুক্ত আরব আমিরাতে আজ শুক্রবার (৬ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলিম সম্প্রদায় ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানির মাধ্যমে পালন করবে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম এ উৎসব।

আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতসহ অনেকে তাদের সাধ্য ও সামর্থ্যের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোনো হালাল পশু ক্রয় করেছে।

হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর আদেশ পালনের জন্য তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই মহান আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির প্রথা চালু হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মোৎসর্গের এই মহান আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

আমিরাতজুড়ে ঈদের জামাতের সময় সূচি
আবুধাবি- ৫টা ৫০ মিনিট (এএম), দুবাই- ৫টা ৪৫ মিনিট (এএম), শারজাহ- ৫টা ৪৪ মিনিট (এএম), আজমান- ৫টা ৪৪ মিনিট (এএম), ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট (এএম), উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট (এএম), রাস আল খাইমা- ৫টা ৪১ মিনিট (এএম), আল ধাফরাহ ৫টা ৫৫ মিনিট (এএম), আল-আইন ৫টা ৪৩ মিনিট (এএম) ও শারজাহ পূর্বাঞ্চল- ৫:৪১ মিনিট (এএম)।