জাতীয় দলে বিয়ের হিড়িক, হবু স্ত্রী কারা?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিয়ের হিড়িক পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় বিয়ে সেরে ফেলছেন জাতীয় দলের তিন তারকা। তারা হলেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। এছাড়াও গত সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেট তারকা সাব্বির রহমান।
মিরাজ: আজ মিরাজের বিয়ে দিয়েই শুরু হতে যাচ্ছে বিয়ের পালা। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আক্দটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’
মুস্তাফিজ: দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান বিয়ে করছেন। গণমাধ্যমের কাছে বুধবার (২০ মার্চ) রাতে এ কথা জানিয়েছেন তিনি। মোস্তাফিজের কনে শিমু তার মামাতো বোন। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের জন্য মোস্তাফিজের কেনাকাটাও শেষ হয়েছে।
এ বিষয়ে মোস্তাফিজ গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার আক্দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।’
মুমিনুল: মুমিনুল হকের বিয়ের খবর আগেই জানা গিয়েছিল। তারিখটা গোপন রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারিখটা জানালেন বাঁ হাতি ব্যাটসম্যান। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।