মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত, আহত ২০
মিয়ানমারের একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত ১৭ শিক্ষার্থীকে হত্যা করেছে সামরিক জান্তা বাহিনী বলে দাবি করেছে দেশটির ছায়া সরকার। এই মর্মান্তিক হামলায় হয়েছে আরও অন্তত ২০ জন। খবর রয়টার্সের।
সাগাইং অঞ্চলের দেপেইন শহরে সোমবার এই হামলার ঘটনা ঘটেছে। শহরটি বিরোধীদের নিয়ন্ত্রণাধীন এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত।
ছায়া সরকার পরিচালিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি)-এর আওতাধীন একটি স্কুল দেপেইন এলাকায় অবস্থিত, যা মান্দালয় শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে এবং ২৮ মার্চের ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি।
এনইউজির মুখপাত্র নে ফোন লাত জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বোমা হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে। স্কুলটি বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও কিছু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে, সরকারের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ও সংঘাত বেড়ে যায়। সেই সময় থেকে জান্তা সরকার বিক্ষোভ দমন এবং বিরোধী দল ও এনইউজি-সমর্থিত প্রতিরোধ আন্দোলন ঠেকাতে কঠোর দমননীতি অবলম্বন করছে। বর্তমানে তারা জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী ও এনইউজির সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ছে।