১২ মে ২০২৫, ০৭:০০

তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে নরেন্দ্র মোদি  © সংগৃহীত

তিন বাহিনীর প্রধানসহ দেশের শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র। সোমবার (১২ মে) দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের ডিজিএমও-র ‘হটলাইনে আলোচনার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ বাসভবনে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন। এতে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। 

প্রসঙ্গত, শনিবার (১০ মে) বিকেলে দুই দেশ সংঘর্ষবিরতি ঘোষণা করে। ওই দিনই দুই দেশের ডিজিএমওর মধ্যে কথা হয়েছিল। সংঘর্ষবিরতির পর দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা আজ।