ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় চীন
সামরিক বিশ্লেষক শন বেল বলেছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষে চীনের ভূমিকা ‘আকর্ষণীয়’। শনিবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন মন্তব্য প্রকাশ করেছে।
বেল জানান, ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে বলে মনে হচ্ছে। শুরুতে ভারতীয় কর্তৃপক্ষ যেকোনো ক্ষতির কথা অস্বীকার করলেও, ধীরে ধীরে আরও বিশ্বাসযোগ্য প্রমাণ সামনে আসছে যে ভারতের রাফালে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের হাতে থাকা একটি চীনা-নির্মিত যুদ্ধবিমান ভারতের ফরাসি-নির্মিত রাফালে যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। এই ঘটনায় চীনের রপ্তানি করা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বেল বলেন, ‘চীন খুব কমই প্রকাশ্যে তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করে। কিন্তু যদি সত্যি তাদের তৈরি রপ্তানি-যোগ্য ক্ষেপণাস্ত্র একটি পশ্চিমা যুদ্ধবিমানকে ভূপাতিত করে থাকে, তাহলে এটি পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি বার্তা।’
এই বিশ্লেষকের মতে, এই ঘটনা কেবল ভারত-পাকিস্তান সম্পর্কের ওপরই নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ও সামরিক কৌশলের দিকেও ইঙ্গিত করছে।