ভাইরাল সেই ‘ছুটন্ত খাট’ নিয়ে গেল পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM

দু’দিকে রয়েছে দুটি লুকিং গ্লাস, আর গাড়ির আসনে গদি-তোশক। সেই খাটের উপর আয়েশ করে বসে (কখনও কখনও দাঁড়িয়ে) বিভিন্ন রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন এক যুবক। মাঝেমধ্যে তিনিই বসে পড়ছেন স্টিয়ারিংয়ে। নিয়ন্ত্রণ করছেন খাটের গতি। গাড়ি-বাইককে পাশ কাটিয়ে ছুটে চলেছে খাট— এ দৃশ্য দেখতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ছেন কৌতূহলীরা। এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। ঈদের দিন একটু ‘ট্রায়াল’ দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে। তবে মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনও গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি না থাকায় গাড়িটি মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ নিয়ে গেছে।
বিছানায় বসে বসেই চায়ের দোকানে চা খেতে যাওয়ার স্বপ্ন এবং ভাইরাল হওয়ার স্বপ্ন থেকেই নবাব শেখের এই গাড়িটি বানান। নবাব শেখের এক ভাই আলমগীর শেখও চলমান-খাট বানানোয় তাকে সহায়তা করেছেন।
প্রায় দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাংক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচাও কেনেন মি. শেখ।
তিনি বলছিলেন, ‘নবাব ভিডিও কনটেন্ট বানায় আগে থেকেই। প্রথমে আইডিয়াটা ওর মাথায় আসে। পরে আমাদের জানায়। কাঠের কাঠামো তো আছেই, তাতে ৮০০ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে। আর মারুতি ‘ওমনি’ গাড়ির চেসিস ব্যবহার করা হয়েছে।’
বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেছিলেন মি. শেখ। পেশায় গাড়িচালক নবাব শেখ মাসে মোটামুটি নয় হাজার ভারতীয় টাকা রোজগার করেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে এই চলমান-খাট বানাতে স্ত্রীর কিছু গয়না বিক্রি করতে হয়েছে।