চীনে নার্সিং হোমে আগুন, নিহত ২০
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৬ AM

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয়সময় রাত ৯টায় চেংদে শহরে এ ঘটনা ঘটে।
বুধবার (৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। তবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নার্সিংহোমের বাকিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা উল্লেখ করেনি সিনহুয়া।
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করতে বিশেষজ্ঞরা নার্সিংহোমে গেছেন বলে চীনা এই সংবাদ সংস্থাটি জানিয়েছে।