০৩ এপ্রিল ২০২৫, ১৫:০০

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই হাঙ্গেরি পৌঁছেছেন নেতানিয়াহু

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই হাঙ্গেরি পৌঁছেছেন নেতানিয়াহু
হাঙ্গেরিতে নেতানিয়াহু   © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই হাঙ্গেরি পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে রাজধানী বুদাপেস্টের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ সজালে বব্রোভনিস্কি। 

ফেসবুক পোস্টে ক্রিস্টফ লিখেছেন, ‘বুদাপেস্টে স্বাগতম, বেঞ্জামিন নেতানিয়াহু!’

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এই সফরে নেতানিয়াহুর সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। অবতরণের পর তাদের লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে হাঙ্গেরির সামরিক বাহিনী।

এদিকে বৃহস্পতিবার নেতানিয়াহুর চারদিনের সফরের আগেই মঙ্গলবার এক বিবৃতিতে তাকে গ্রেপ্তারে হাঙ্গেরির প্রতি আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবে এ আহ্বানে সাড়া দেয়নি দেশটি। আদেশ অমান্য করায় হাঙ্গেরির প্রতি নিন্দাও জানিয়েছে খোদ আইসিসি। 

এ ছাড়া প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পক্ষ থেকে হাঙ্গেরিতে নেতানিয়াহুর আমন্ত্রণের প্রেক্ষিতে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ‘এই পদক্ষেপটি আইসিসিকে দুর্বল করার একটি কটূক্তিমূলক প্রচেষ্টা।’