০৭ মার্চ ২০২৫, ১৬:১২

সন্তানদের জন্য যে দোয়া করতেন ইব্রাহিম (আ.)

  © সংগৃহীত

সন্তানদের জন্য ইবরাহিম (আ.) অনেক দোয়া করেছেন। বিশেষত তিনি ভবিষ্যত প্রজন্ম যেন ঈমানদার হয় এবং নামাজ পড়েন এজন্য দোয়া করেছেন। এমন একটি দোয়া হলো-

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلوةِ وَ مِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَ تَقَبَلْ دُعَاءِ

অর্থ : হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠানকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও (এমন লোক সৃষ্টি করুন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে)। হে আমার রব, আমার দোয়া কবুল করুন।


(সুরা ইবরাহিম, আয়াত : ৪০)
অন্য আয়াতে ইবরাহিম (আ.) সব মুসলিমদের ক্ষমা প্রার্থনা চেয়ে দোয়া করেছেন। দোয়াটি হলো- 

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

অর্থ: হে আমার রব, যে দিন হিসাব হবে, ওইদিন আমাকে আমার বাবা-মা ও সব মুমিনকে ক্ষমা করুন। (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)