ভারত থেকে অতিরিক্ত শুল্ক আদায়ের ঘোষণা দিল ট্রাম্প 

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

ভারতসহ আরও বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গণমাধ্যমের তথ্যমতে, আগামী ২ এপ্রিল থেকে ভারতের পণ্যসামগ্রীতে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাতে চলেছে যুক্তরাষ্ট্র। ১ এপ্রিলের জায়গায় ২ এপ্রিল থেকে চালু করার কারণও নিজেই ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চাই না, শুল্কবৃদ্ধির দিনটি এপ্রিল ফুলস ডে-র সঙ্গে কোনোভাবে মিলে যাক।’ 

ভাষণে তিনি কংগ্রেসকে বলেন, ভারতসহ বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে। তার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রও সেসব দেশের কাছ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক আদায় করবে। তার সরকার এই সিদ্ধান্তে বদ্ধপরিকর।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনোই নমনীয় হবেন না। “টিট ফর ট্যাট” নীতি অনুসরণ করার কথাও জানিয়েছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তালিকা ধরে বলেন, ভারতসহ অনেকগুলো দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল পরিমাণের শুল্ক আদায় করে আসছে বছরের পর বছর ধরে। গড়পরতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা। এছাড়াও অনেক দেশ আমাদের শুল্কের চেয়ে অনেক গুণ চড়া হারে আমাদেরই কাছ থেকে আমদানি কর আদায় করে থাকে। এবার আমরা তার বদলে তাদের কাছ থেকেও অনেক বেশি অঙ্কের শুল্ক আদায় করব।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘ভারতবন্ধু’ ট্রাম্প তার ভাষণে আলাদা করে ভারতকে চিহ্নিত করে বলেন, দেশটি আমাদের কাছ থেকে গাড়ি সংক্রান্ত শুল্ক প্রায় ১০০ শতাংশ বেশি আদায় করে আসছে। আমাদের পণ্যের ওপর চীনের গড় শুল্ক হলো আমাদের হারের দ্বিগুণ। আবার দক্ষিণ কোরিয়ার গড় শুল্কহার আমাদের তুলনায় চারগুণ বেশি। 
 
তার ভাষ্য, ‘আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই পাল্টা শুল্কনীতি চালু হোক। কিন্তু আমি চাই না যে, এর জন্য কেউ এপ্রিল ফুলস ডে-কে জুড়ে দিয়ে তামাশা বানাক। তাই ২ এপ্রিল থেকেই নয়া শুল্কনীতি ধার্য করবে যুক্তরাষ্ট্র।

 

 


সর্বশেষ সংবাদ