২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের নতুন কমিটি ঘোষণা

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের নতুন কমিটি ঘোষণা  © সংগৃহীত

পোর্টসমাউথে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা ও উন্নয়নের লক্ষ্যে গঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ (SWAP)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের একাডেমিক, মানসিক ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুয়াদ আহমাদ জামালি। এছাড়া, ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন) হিসেবে মো. আনোয়ার হাবিব (আনিক) এবং ভাইস-প্রেসিডেন্ট (মেম্বার এনগেজমেন্ট) হিসেবে ড. এম হাসান পারভেজ, মোহাম্মদ রাজা মিয়া (স্টিয়ারিং বডি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

ড. এম হাসান পারভেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন , আমি, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পেরে গর্বিত। আমাদের অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের একাডেমিক, মানসিক, ও সামাজিক সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

আমরা বিভিন্ন ওয়ার্কশপ, কাউন্সেলিং সেশন, ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এবং স্কলারশিপ সংক্রান্ত সহায়তা প্রদান করছি এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করবো , যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও ক্যারিয়ারের প্রতিটি ধাপে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। পাশাপাশি, আমরা মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি ।

একজন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে, আমি সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেই এবং তাদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করি। আমাদের অর্জনগুলোর মধ্যে অন্যতম হলো—শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা, তাদের সমস্যা নিরসনের জন্য একটি কার্যকর ব্যবস্থা চালু করা, এবং একটি সমন্বিত কমিউনিটি তৈরি করা, যেখানে সবাই সহমর্মিতার সঙ্গে একে অপরকে সহযোগিতা করতে পারে।

ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করতে চাই, যাতে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণে আরও বেশি সহায়তা পান। আমাদের লক্ষ্য হলো একটি এমন শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিরাপদ, অনুপ্রাণিত ও সমর্থিত বোধ করবে।