তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, সতর্ক করতে ফাইটার জেট ওড়ালো চীন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ PM

তাইওয়ান প্রণালী দিয়ে কানাডার একটি যুদ্ধজাহাজ যাওয়ার সময় দ্বীপটির কাছে ২৪টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, চীনা যুদ্ধবিমানগুলোর সঙ্গে ড্রোনও উড়তে দেখা যায়। সামরিক জাহাজের সঙ্গে এগুলোকে 'যৌথ যুদ্ধ প্রস্তুতির টহল' চালাতে দেখা গেছে।
তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী কানাডার যুদ্ধজাহাজে (ফ্রিগেট) রেডিও বার্তাও পাঠায় এবং তাদের গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে নিয়মিত ১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালী দিয়ে মহড়া চালায়। এটি বার বার চীনকে ক্ষুব্ধ করে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে, এর আগে গত মঙ্গলবার ও বুধবার ৪৮ ঘণ্টায় দ্বীপটির কাছে ৬২টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।