স্ত্রীকে শায়েস্তা করতে একের পর এক ট্র্যাফিক আইন লঙ্ঘন করলেন স্বামী!
একটি মোটরবাইকের বার বার ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ আসছিল পুলিশের কাছে। অপরদিকে একের পর এক ট্র্যাফিক আইন ভাঙার ই-চালান যেতে থাকে এক নারীর ফোনে। এ ঘটনায় কার্যত হতবাক হয়ে যান ওই নারী। সেই সঙ্গে অবাক পুলিশও।
রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুরের। নেপথ্যের ব্যক্তি আর কেউ নন, ওই নারীর স্বামী। জানা গেছে, ওই দম্পতির মধ্যে সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছিল। চলছিল বিবাহবিচ্ছেদের মামলা। এরপরই স্ত্রীকে ‘শায়েস্তা’ করতে আজব কাণ্ড ঘটান ওই ব্যক্তি।
স্ত্রীর নামে কেনা বাইক নিয়ে বারবার ট্র্যাফিক নিয়ম ভাঙতে শুরু করেন স্বামী। স্ত্রীর নামে নথিভুক্ত থাকায় ট্র্যাফিক সংক্রান্ত সব বিজ্ঞপ্তি তার ফোনে যায়। প্রাথমিকভাবে ওই নারী জরিমানা পরিশোধও করেন। কিন্তু বার বার হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি।
স্বামী ইচ্ছাকৃতভাবে বাইক ব্যবহার করে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করতে শুরু করেন বলে অভিযোগ করেন স্ত্রী। এরপর তার নামে কেনা বাইকটি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন স্বামী। জানিয়ে দেন, বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বাইক ফেরত দেবেন না। শেষ পর্যন্ত ট্র্যাফিক পুলিশের কাছে সাহায্য চান ওই নারী।
অদ্ভুত এই ঘটনায় স্থানীয় থানার কর্মকর্তা রবি গুপ্তা জানান, জরিমানা সম্পর্কে ওই নারী এবং তার পরিবারের কাছ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।