গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাবকে প্রত্যাখান করেছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চেয়েছিলেন এবং দাবি করেছিলেন, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। কিন্তু জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ানের জরিপে উঠে এসেছে ভিন্ন তথ্য। গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসীই যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।
সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করেছিল, তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান, নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান? জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে তারা এই সমীক্ষা চালায়।
৮৫ শতাংশ জানিয়েছেন, তারা যেমন আছেন, তেমনই থাকতে চান। ৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। আর ৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
উল্লেখ্য, প্রথমে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ও ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এরপর তিনি জানান, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। খবর নিয়েই তিনি এ কথা বলছেন। কিন্তু ট্রাম্পের বক্তব্যের সাথে গ্রিনল্যান্ডের মানুষের জনমত সমীক্ষার তথ্য মিলছে না।
ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলটি মার্কিন ভূখণ্ডের অংশ। যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ। ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। ডেনমার্কের সরকার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকারও এর কঠোর প্রতিবাদ জানিয়েছে।