এবার এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধীদের
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। এবার এমপি পদ ছাড়ার জন্য টিউলিপকে চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। রবিবার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার এমপি পদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরোধী দলের নেতারা টিউলিপের আসনে লিফলেট বিতরণ করেছেন। লিফলেটে তার বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস বলেছেন, ‘টিউলিপ সেই সৎ, সরল মেয়েটি নন, যেটি সবাই ভাবেন।’
এর আগে, গত ১৪ জানুয়ারি শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।