কোরআন অবমাননায় দায়ে ডেনমার্কে প্রথমবারের মতো মামলা
পবিত্র কোরআন অবমাননার দায়ে প্রথমবারের মতো মামলা হয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুন মাসে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং যেখানে তারা এ কাজটি করেছিলেন, সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে।
কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস-লোটে নিলাস এক বিবৃতিতে বলেন, এ ঘটনাটি ঘটেছিল একদম প্রকাশ্যে এবং বহুসংখ্যক মানুষের সামনে। পাশাপাশি, ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ ঘটনার লাইভ সম্প্রচারও হয়েছিল। মামলার মূল কারণ এটিই।
আরো পড়ুন: বাবাকে হারানো মেয়ে চান্স পেয়েছেন মেডিকেলে, খরচ নিয়ে দুশ্চিন্তায় মা
এ সংবাদ ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। তবে কোপেনহেগেনের যে আদালতে মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম-পরিচয় গোপন রেখেছে সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, ২০২৩ সালের জুন-জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে দেশটির প্রচলিত আইনে এ ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।