ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে ওঠে ৫ কিমি এলাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৫২ PM

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় ছয়জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং আরও অনেকে আটকা পড়ে আছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণ পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি ছাদ ধসে পড়েছে, যেখানে অন্তত ১২ জন কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে বাকিদের অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকারী ও চিকিৎসা কর্মীরা জীবিতদের সন্ধান করছেন এবং দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কারখানাটি থেকে বিশাল আকারের কালো ধোঁয়া উড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ভবনও কেঁপে ওঠে এবং আতঙ্ক সৃষ্টি হয়।
জেলা কালেক্টর সঞ্জয় কোলতে আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কারখানার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।