দাবানল নিয়ে বাইডেনকে দোষারোপ ট্রাম্পের
ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। আর এ নিয়েই ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নরের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। খবর এবিসি নিউজের।
গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে দাবানল ছড়িয়ে পড়ে, যা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ। আগুন নেভাতে পড়তে হয়েছে পানি সংকটে। আর এ পানি সংকটের জন্যই ট্রাম্প ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ অবস্থায় ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের দোষারোপ করা শুরু করেছেন। তাদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি, নিউসম পানির অপচয় করছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘গ্যাভিন নিউজকামের (গভর্নর নিউসম) পদত্যাগ করা উচিত। সব তার ব্যর্থতা!’
তিনি আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে, ২০ জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই।’ প্রসঙ্গত ২০ জানুয়ারি জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। আগুন নেভাতে নামানো হয়েছে কারাবন্দিদের। মূলত, হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।
একই দিন হোয়াইট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন বাইডেন। এসময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়।’