লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে ছয়টি শহর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০ জনে। ৫৩০০ স্থাপনা ধ্বংস হয়েছে। পুড়ে গেছে ৩১ হাজার একরের বেশি জায়গা।
আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিসংযোগের মাধ্যমে দাবানল ছড়ানো হয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে গেছে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ। উডল্যান্ড হিলসে নতুন করে আগুন ছড়িয়েছে। বাসিন্দাদের দেওয়া হয়েছে নিরাপদে যাওয়ার নির্দেশ। সেখানকার খালি বাড়িঘর লুট হচ্ছে। এ ঘটনায় ২০ জন গ্রেপ্তার হয়েছে। কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হবে।
পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল গার্ডের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। অঞ্চলটিতে ২৬২ দিন ধরে বৃষ্টি হয় না। শুষ্ক আবহাওয়াকেও দাবানল ছড়ানোর অন্যতম কারণ বলছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দাবানল নেভানোর কাজে নামানো হলো কারাবন্দিদের
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভাতে কাজ করছে।
সিডিসিআর জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত ৩৯৫ জন কারাবন্দি আগুন নেভানোর চেষ্টা করছেন।
ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে যে বাহিনী আছে, তার প্রায় ৩০ শতাংশই কারাবন্দিদের নিয়ে গঠিত। যদিও বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেয়া হয় না।
আরও পড়ুন: মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক
লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধন করা দাবানল আখ্যা দিয়েছে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার।