ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৪৬ হাজার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, 'গত তিন দিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।'
এদিকে ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ আরও জোরদার করেছে। ত্রাণবাহী যানবাহন ও জ্বালানি ট্যাংকের ওপর আক্রমণ চালানোয় গাজার মানবিক সংকট চরমে পৌঁছেছে। গাজার ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের জ্বালানি শেষ হয়ে যাবে। একই সতর্কতা জানিয়েছে আল-আকসা হাসপাতালও।'
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, 'ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ২০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে পুরো উপত্যকার মানুষ এখন মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।'