ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চেয়ে মার্কিন কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস দুটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ ধরনের চুক্তির জন্য হাউস এবং সেনেট কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে।
এ ছাড়া এই তালিকায় গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড রয়েছে।
এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সেখান থেকে সাড়া মেলেনি।
গাজায় ইসরায়েলের হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়া বজায় রেখেছে এবং ইসরায়েলের বিষয়ে তাদের নীতিও প্রায় অপরিবর্তিত রয়েছে।
ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভিটো দিয়ে তা নাকচ করে দিয়েছে।
২০ জানুয়ারি ডেমোক্র্যাট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন আর নবনির্বাচিত ডনাল্ড ট্রাম্প এ দিনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দুই প্রেসিডেন্ট পরস্পর বিরোধী দুই দলের হলেও তারা উভয়ের ইসরায়েলের কট্টর সমর্থক।