কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার জর্জে সেনাবাহিনীর একটি ট্রাক খাতে পড়ে অন্তত তিন জন সৈন্য নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটে। খবর এনডিটিভি
কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ট্রাকটি খাদে পড়ে যায়। গত বছরের ডিসেম্বরেও এ ধরনের একটি ঘটনা ঘটে। এতে ৫ সৈন্য নিহত এবং ৫ জন আহত হয়।
সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন জন নিহতের ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সহ আরও অনেক নেতারা দুঃখ প্রকাশ করেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া আহত ও নিহত সেনা পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।