২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘কঠিন’ কৌশল চালু করবে উত্তর কোরিয়া

কিম জং উন  © রয়টার্স

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অধিবেশনে সভাপতিত্ব করেন কিম জং উন। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে এ খবর জানা গেছে। 

তবে উত্তর কোরিয়া ঠিক কি ধরনের কৌশল চালু করবে তা স্পষ্টভাবে বলা হয়নি প্রতিবেদনটিতে। 

অধিবেশনের ভাষণে কিম জং বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে, যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে ।’

তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রীয় নীতি হিসাবে দেখে। বর্তমান বাস্তবতা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসাবে বিস্তৃত হয়েছে।’

২৩-২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে মূলত বছরের রাজনৈতিক ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়। একই সাথে পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। চলতি বছরের শুরুর দিকে হওয়া বন্যার ঘটনা তুলে ধরে কীভাবে তা মোকাবেলা করা যায় তা নিয়েও আলোচনা করা হয়।

 বৈঠকে “বন্ধুভাবাপন্ন” দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানান কিম।