পাকিস্তানে গ্রেফতার তিন বাংলাদেশি
তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
গ্রেফতারকৃতরা হলেন, তিন বোন আয়েশা নাজ, হিনা নাজ ও আফশান নাজ।
সামা টিভির বরাত দিয়ে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, অবৈধ পাকিস্তানি পরিচয়পত্র পাওয়ার অভিযোগে গুলশান-ই-ইকবাল থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তারা ২০২২ সালে নথিভুক্ত একটি মামলায় ওয়ান্টেড ছিলেন।
অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র সুরক্ষিত করতে সক্ষম হয়েছিল। তদন্তে জানা গেছে, সন্দেহভাজনরা একজন দালালের সহায়তায় জাল জন্ম ও মৃত্যু প্রশংসাপত্রও অর্জন করেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটিতে ইউনিয়ন পরিষদের সচিব জালিয়াতি সার্টিফিকেট প্রদান করেছেন। কর্তৃপক্ষ সন্দেহভাজনদের সুবিধা দেওয়ার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পরবর্তী পদক্ষেপ শুরু করেছে।
এফআইএ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যকলাপে সহায়তাকারী নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।