২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

ইসকন নিয়ে পোস্ট, ভারতের বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ইসকনকে জঙ্গি গোষ্ঠী হিসাবে উল্লেখ ও ভারতীয় নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) দুই বাংলাদেশী ছাত্রকে নিষিদ্ধ এবং আরেক ছাত্রকে সতর্ক করেছে প্রশাসন। বহিষ্কারের বিষয়টি গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এএমইউ কর্মকর্তারা।

নিষিদ্ধ করা ছাত্র দুইজনের নাম মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম। মেহমুদ হাসান বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্র এবং সামিউল ইসলাম এলএলবির ছাত্র, বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং ভবিষ্যতে তাকে এএমইউতে পুনরায় যোগদান করতে দেওয়া হবে না। তৃতীয় ছাত্র, বিএ (অর্থনীতি) ছাত্র মোহাম্মদ আরিফ-উর-রেহমান একটি সতর্কবার্তা পেয়েছেন এবং তার বর্তমান কোর্স শেষ করার পরে এএমইউতে আরও পড়াশোনা থেকে নিষিদ্ধ করা হবে।

গণমাধ্যমগুলো থেকে জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবাদ ও দুই ইসকন সদস্যসহ তিন হিন্দু পুরোহিতের গ্রেপ্তারের পর ইসকন সংগঠনকে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে উল্লেখ করে এবং ভারতীয় মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে পোস্ট করে ওই তিন ছাত্র। বিশ্ববিদ্যালয়টির অনেক ছাত্র এই মন্তব্যগুলিকে আপত্তিকর বলে মনে করে। পরবর্তীতে তারা অভিযুক্তদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ পালন করে। 

ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অখিল কৌশল এবং হিতেশ মেওয়ারার গত ১০ ডিসেম্বর একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে এ সিদ্ধান্ত উদযাপন করেন।