২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

চীনে গাড়িচাপা দিয়ে ৩৫ জনকে হত্যা, চালককে মৃত্যুদণ্ড

গাড়িচাপা দিয়ে ৩৫ জনকে হত্যা  © সংগৃহীত

চীনে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যার অপরাধে চালককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় দিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফ্যান উইকিউ নামের এক ব্যক্তি।

জানা গেছে, গত ১১ নভেম্বর বিপজ্জনক গতিতে এবং বেপরোয়া গাড়ি চালিয়ে ঝুহাইয়ের একটি শরীর চর্চা কেন্দ্রে ঢুকে পড়েছিলেন ফ্যান উইকিউ। এতে নিহত হন ৩৫ জন এবং আহত হন আরও ৪৩ জন।

গাড়ি থামার পর চালককে গ্রেপ্তারে ছুটে যান পুলিশ সদস্যরা। কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখতে পান, ৬২ বছর বয়সী ফ্যান নিজেকে ছুরি দিয়ে আঘাত করছেন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে জিজ্ঞাসাবাদে ফ্যান বলেন, গত ১১ নভেম্বর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। পারিবারিক আদালতে গিয়ে এটি জানার পর ক্ষোভে-দুঃখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। তার সেই অবস্থারই ফলাফল এই ভয়াবহ ঘটনা।

পুরো দেশকে চমকে দিয়েছিল এই ঘটনা। কারণ চীনের সাম্প্রতিক ইতিহাসে এর আগে জনসমাগমপূর্ণ স্থানে এমন ভয়াবহ হামলার রেকর্ড নেই।

ঘটনাটি এতই নাড়া দিয়েছিল যে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সব প্রদেশের সরকারকে নিজ নিজ প্রদেশের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিলেন। [সূত্র: আল-জাজিরা]