আরও ১৭ বাংলাদেশি গ্রেপ্তার ভারতে
ভারতের দিল্লি ,মহারাষ্ট্র, কেরালা, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানে আরও ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বই, নভি মুম্বই, নাসিকের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এবং স্থানীয় থানার সহযোগিতায় ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ এবং তিনজন নারী রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারও কাছে বৈধ কোনো নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তারা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। ভারতে থাকার জন্য তারা এসব নকল কার্ড ব্যবহার করছিলেন।
১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ১৯৫০ সালের ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় কমপক্ষে ১০টি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসামে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ।
পুলিশ বলছে, এই ব্যক্তিরা ভারতের বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচরে গিয়েছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।