২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

দুষ্টু ছবির নেশায় বুঁদ তরুণ প্রজন্ম, প্রতিষেধক খুঁজছে কর্তৃপক্ষ

প্রতিকী ছবি  © সংগৃহীত

মাদকের মতোই পর্নোগ্রাফিতে ডুবে গেছে পুরো দেশ। ভয়ংকর এ নেশা গ্রাস করছে তরুণ প্রজন্মকে, ধীরে ধীরে ধ্বংস করছে তাদের মানসিক ও সামাজিক ভারসাম্য। অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে কৈশোর ও যৌবনের রুপালি জীবন।

পর্নোগ্রাফির আসক্তি ব্যক্তি জীবনসহ পুরো সমাজের নৈতিকতাকে করছে ক্ষতিগ্রস্ত। দুষ্টু ছবিতে বুঁদ হয়ে থাকা এ তরুণ প্রজন্মকে ফেরাতে প্রতিষেধক খুঁজছে কর্তৃপক্ষ। 

সংকটমূলক এ পরিস্থিতি নজরে আসার সাথে সাথেই  দুশ্চিন্তায় পড়েছেন দেশের প্রেসিডেন্ট। ধ্বংসাত্মক ‘নীল ছবি’র নেশা থেকে রাশিয়ার যুব সমাজকে মুক্ত করতে দ্রুত ‘প্রতিষেধক’ খোঁজার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

বিশেষজ্ঞরা জানান, পর্নোগ্রাফির ফলে মানসিক স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি ঘটছে সমাজে নৈতিক অবক্ষয়। এ সমস্যা সমাধানে নিতে হবে সঠিক পরিকল্পনা। প্রেসিডেন্টের নির্দেশনায় এই সংকট মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ গ্রহণের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। 

সূত্র: আনন্দ বাজার পত্রিকা