২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪

কাশ্মীরে গভীরে খাদে গাড়ি পড়ে ভারতীয় ৫ সেনা নিহত

সংগৃহীত

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে ৩০০ ফিট গভীর খাদে পড়ে গেছে। এতে ভারতীয় ৫ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস বলেছে, সেনাবাহিনীর একটি ট্রাক বানইয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে হোয়াইট নাইট কর্পসের পাঁচজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালন করছিলেন।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহত পাঁচজন সেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ভারতীয় সেনাবাহিনী।