২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ  © সংগৃহীত

তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণ ঘটে।
 
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
  
আল-জাজিরা বলেছে, বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাচ ও ধাতুর টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।
 
স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, ‘প্রাথমকিভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আমরা এর কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা করছি।’