ফেরি ডুবে কঙ্গোতে ৩৮ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে বুসিরা নদীতে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে এই ফেরি ডুবির ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির স্থানীয় মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানান, 'ফেরিটি ক্রিসমাস উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে মূলত ব্যবসায়ীরা ছিলেন। তারা উৎসবের আগে নিজেদের গ্রামে ফিরছিলেন। ফেরিটি ইনজেন্ডে এবং লুলো নামে দুটি বন্দর পাড়ি দিয়ে বোয়েন্ডে যাচ্ছিল।'
প্রত্যক্ষদর্শী এনডোলো কাড্ডি বলেন, 'ফেরিটিতে ৪০০ জনের বেশি যাত্রী ছিল। এটি যাত্রাপথে দুইটি বন্দরে থেমে আরও যাত্রী তোলে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।'
উল্লেখ্য, এ ঘটনার চার দিন আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে কঙ্গোতে এরূপ ঘটনা মাঝে-মধ্যেই ঘটছে।