উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাস নিয়ে ‘কড়া প্রতিবাদ’ জানিয়ে যা বলল ভারত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ PM
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসাম-ত্রিপুরাসহ ভারতের কিছু অংশ নিয়ে ‘বৃহত্তর বাংলাদেশ’ গঠনের মানচিত্র প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পরে সেই স্ট্যাটাসটি তার ওই ভেরিফায়েড আইডিতে আর পাওয়া যায়নি। তবে তার সেই স্ট্যাটাস নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই। এবার তার মন্তব্য ও স্ট্যাটাসের ‘কড়া প্রতিবাদ’ জানাল ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানান রণধীর জয়সওয়াল।
দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘নয়াদিল্লি সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়।’
তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জেনেছি, উল্লিখিত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত।’
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুরসহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। ১৯৪৭ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে, সেই ভূখণ্ডকে ‘খণ্ডিত’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে।’
তবে কয়েক ঘণ্টার মধ্যে এই পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে পরে কোনো ব্যাখ্যাও দেননি উপদেষ্টা মাহফুজ।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ আন্দোলনে ঐতিহাসিক ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকেই বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে যেন।