১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬

একাত্তরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বললেন মোদি, নেই বাংলাদেশের নাম

নরেদ্র মোদি  © সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জনের দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। জন্ম হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। তবে বিজয় দিবস উপলক্ষ্যে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি একাত্তরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বার্তা দিয়ে পোস্ট করেন নরেদ্র মোদি। তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভারতীয় সেনাবাহিনীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তার ওই পোস্টে নেই বাংলাদেশের নামও।

নরেদ্র মোদি তার বার্তায় লিখেছেন, ‘আজ বিজয় দিবস, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভারতের অর্জন হিসেবে দাবি করেন মোদি। পাশাপাশি ওই অর্জনে ভারতের সেনাবাহিনীর অবদানকে স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’