১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫

বাশার আল আসাদের বাবার কবরে আগুন

বাশার আল অসাদের বাবার কবরে আগুন দিয়েছে বিদ্রোহীরা  © সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছবিতে পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কবরের আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেসময় দেখা যায় কবরের একাংশ আগুন জ্বলছে। এতে একটি কফিনেও জ্বলতে দেখা যায়। ওই কফিনটি কবর থেকে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটলো। এরপর একের পর এক এলাকা দখল নিতে শুরু করে বিদ্রোহীরা।

এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক তুরস্ক ও লেবাননে আশ্রয় নেন। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক আশ্রয় নিয়েছে। তবে বাশার আল আসাদের পতনের পর এ পরিস্থিতি পাল্টে গেছে। সাধারণ নাগরিকরা এখন সস্তি প্রকাশ করছেন।