১১ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

ক্লাস চলাকালীন হঠাৎ সহপাঠীর কাঁধে ঢলে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী অদ্ভিতা  © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রানিপেত জেলায় ক্লাস চলাকালীন নবম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (১১ ডিসেম্বর) চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের পাশে অবস্থিত একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে।  

নিহত শিক্ষার্থী অদ্ভিতা (১৪) রোজকার মতোই সকালে স্কুলে যায়। ক্লাস চলাকালীন সকাল সাড়ে ১১টার দিকে সে পাশের সহপাঠীর কাঁধে ঢলে পড়ে এবং মাটিতে লুটিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

অদ্ভিতার বাবা ভেলোরের সরকারি হাসপাতালের চিকিৎসক। পুলিশ জানায়, অদ্ভিতা হৃদ্‌রোগে ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল। তবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।  

কাবেরীপক্কম থানার পুলিশ শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ক্লাসরুম এবং স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনায় এখনো কোনো অস্বাভাবিকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে আরও বিশদ জানতে তদন্ত চলছে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা