১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

বাংলাদেশের কাছে ১৬১ কোটি রুপি বকেয়া পায় ত্রিপুরার বিদ্যুৎ কোম্পানি

ত্রিপুরার পালটানা বিদ্যুৎ কেন্দ্র  © সংগৃহীত

বাংলাদেশের কাছে ১৬১ কোটি রুপি বকেয়া  বিদ্যুৎ বিল পায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল)। পূর্বে বকেয়া ছিল ১৩৫ কোটি রুপি যা বর্তমানে আরও বেড়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন তথ্য জানালেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

রতনলাল বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির মাধ্যমে ত্রিপুরা সরকার বিদ্যুৎ দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ দেওয়া হয় প্রায় ৭০ থেকে ৮০ মেগাওয়াট। দিল্লীস্থিত বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। এই চুক্তির ভিত্তিতেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে ত্রিপুরা। সেই বাবদ বাংলাদেশের থেকে বকেয়া বিদ্যুৎ বিল ১৩৫ কোটি টাকা বেড়ে বর্তমানে ১৬১ কোটি টাকা হয়েছে। এই বকেয়া টাকা পরিশোধ করার জন্য বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডকে বলা হচ্ছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমানে মৌলবাদী সংগঠন শাসন ক্ষমতায় থাকলেও চুক্তির ভিত্তিতে এখনো বিদ্যুতের জোগান দিচ্ছে ত্রিপুরা।

এর আগে, ২০১৬ সালের মার্চ মাসে ত্রিপুরা সরকার ত্রিপুরা পাওয়ার কোম্পানির বিদ্যুৎ প্ল্যান্ট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু করে। কখনো কখনো এটি ১৬০ মেগাওয়াটেও পৌঁছায়। টিএসইসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০১৬ সালের প্রথম চুক্তির পর, আমরা পরে আরও দুইবার চুক্তি নবায়ন করেছি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য।’

ত্রিপুরায় ২০১৩ সালের জুন মাসে পালটানা প্ল্যান্টটি স্থাপন করা হয়। ১০ হাজার কোটি রুপি খরচে নির্মিত পালটানা বিদ্যুৎ প্ল্যান্টটি দিল্লি ও ঢাকা সরকারের সহযোগিতার এক অনন্য উদাহরণ। এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও টারবাইন পরিবহণ করা হয়েছিল বাংলাদেশের ওপর দিয়ে।