সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিল ইসরায়েল
বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ সুযোগে সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত অধিকৃত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের দেওয়া ‘বাফার জোন’ দখলের নির্দেশ দিয়েছেন।
সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত ১৯৭৪ সালের চুক্তি ভেঙে গেছে এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ত্যাগ করেছে, যার ফলে এই এলাকাগুলো ইসরায়েলের দখল নেওয়া অতি জরুরি। কেননা, আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না।’
নেতানিয়াহুর এ ঘোষণার পরপরই প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি যুদ্ধ ট্যাংক।
আরও পড়ুন: ট্যাংক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী
এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমির হারমন পর্বতের সিরিয়ার দিকটি দখলে অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অভিজাত ‘শালদাগ’ ইউনিট।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রবিবার সকালে এই অভিযানে বিমানগুলো কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে বাহিনী মোতায়েন করছে, যার মধ্যে মাউন্ট হারমন এলাকাও রয়েছে। এছাড়া মেরম গোলান, আইন জিভান, বুকআতা এবং খিরবেত আইন হুরার চারপাশের কৃষি অঞ্চলগুলোয় বেসামরিক লোকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কৃষকেরা সামরিক বাহিনীর প্রয়োজন অনুসারে এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কিছু সময়ের জন্য এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: আসাদের পতনের পর সিরিয়ায় মার্কিন বিমান হামলা
প্রসঙ্গত, ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। পরবর্তীতে ১৯৮১ সালে ইসরায়েলি বাহিনী পুরো গোলান মালভূমির দখলে নেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবে দেখে।
অন্যদিকে সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে রোববার হামলা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। এ নিয়ে রোববার বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।