০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০

সিরিয়া ইস্যুতে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল

সিরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল  © সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে পতন ঘটেছে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার  আল আসাদের। বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। আসাদ সরকার পতন-পরবর্তী পরিস্থিতি নিয়ে রাতেই  জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার অনুরোধে  এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) বৈঠকটি হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

এর আগে, রবিবার (৮ ডিসেম্বর) জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি   টেলিগ্রামে এক বার্তায় বলেন, 'সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে।'

দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, 'রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।'

উল্লেখ্য, টানা ২৪ বছর সিরিয়ার শাসন ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দেশের  স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। গৃহযুদ্ধের ফলে সিরিয়া ধ্বংসের দিকে চলে যায় এবং রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

সিরিয়ার এই রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছিল আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোও৷ সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো। অন্যদিকে আসাদ সরকারকে  শক্তিশালী সমর্থন জানিয়ে এসেছে রাশিয়া, ইরান এবং তাদের মিত্ররা।