সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ এখন কোথায়?

স্বৈরশাসক বাশার আল-আসাদ
স্বৈরশাসক বাশার আল-আসাদ  © সংগৃহীত

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ দেশ ছেড়েছেন বলে জানিয়েছে রাশিয়া। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলের কয়েক ঘণ্টা পর এমন তথ্য জানিয়েছে মস্কো।

আসাদ কোথায় আছেন সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাশার আল-আসাদ যে সিরিয়া ছেড়ে পালিয়েছেন সে ব্যাপারে এটিই কোনো আনুষ্ঠনিক বক্তব্য। রোববার (০৮ ডিসেম্বর) সকালের দিকে কোনো বাধা ছাড়াই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের যোদ্ধারা দামেস্ক দখলে নিয়ে জানায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে গেছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মনে করছেন যে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেই দেশ ছেড়েছেন আসাদ। রামি আব্দুল রহমান বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে আসদকে বহনকারী প্লেন বিমানবন্দর ছাড়ে। তবে ফ্লাইটট্র্যাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময়ে সেখান থেকে কোনো প্লেন উড্ডয়ন করেনি। কিন্তু রাত ১২টা ৫৫ মিনিটে একটি যাত্রীবাহী প্লেন ছেড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে।

এরপর সঠিক সময়েই আমিরাতের শারজায় পৌঁছায় প্লেনটি। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা বাহরাইনে জানিয়েছেন, বাশার আল-আসাদ আমিরাতে আছেন কি না তা তার জানা নেই।অন্যদিকে সিরিয়ার দুইজন আর্মি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার সকালের দিকে সিরিয়ার একটি প্লেনে করে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন আসাদ।

এতে বলা হয়, সিরিয়ার একটি কার্গো প্লেন বিমানবন্দর থেকে এদিন স্থানীয় সময় ভোর রাত প্রায় চারটার দিকে গন্তব্যহীন উদ্দেশে যাত্রা শুরু করে।

এরপর সিরিয়ার বিভিন্ন স্থানে প্লেনটি চক্কর দেয়। এক পর্যায়ে এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্লেনটি যেখানে যেখানে গেছে এখন পর্যন্ত সে সব স্থান থেকে কোনো দুর্ঘটনার খবর আসেনি।

সূত্র: বিবিসি


সর্বশেষ সংবাদ