দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, যা বলল যুক্তরাষ্ট্র
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ PM
দুই যুগের বেশি সময় ধরে সিরিয়ায় চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। সশস্ত্র বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের খবরের মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সৃষ্টি হয়েছে নাটকীয় পরিস্থিতি।
এমন অবস্থায় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার ‘নজিরবিহীন’ পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার (৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশ ছেড়ে বাশার পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা জানায়, তারা রাজধানী দামেস্কের দখল নিয়েছে। পতন হয়েছে সাবেক স্বৈরশাসকের। এসব ঘটনার পরই এই বার্তা দেয় হোয়াইট হাউস।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার নজিরবিহীন ঘটনাগুলোর ওপর নজর রাখছেন। তিনি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।’
এদিকে প্রেসিডেন্ট পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী।