০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২

ড. ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের স্পিকারের, আপত্তিকর মন্তব্য

বিমান বন্দ্যোপাধ্যায়  © সংগৃহীত

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলার বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি কি আদৌ সেসব কিছু করতে পারছেন? হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন। 

সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে ভারতীয় বিভিন্ন নেতাদের আপত্তিকর বিবৃতি ও মন্তব্যের মধ্যে সবশেষ শুক্রবার (৬ ডিসেম্বর) এই মন্তব্য করেন তিনি।

তার দাবি, পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসতেন ওপার বাংলার মানুষেরা। আমি নিজে ওখানে গিয়েছি। আমার পরিবারের লোকরা ওখানে ছিল। কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে। এর প্রতিবাদ করতেই হবে।

এর আগে ড. ইউনূসের নোবেল পুরস্কার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেভাবে বাংলাদেশে অন্য ধর্মের ওপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এ মুহূর্তে তার (মুহাম্মদ ইউনূস) নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।’

অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেন, বাংলাদেশে রাতের আঁধারে অন্য ধর্মের মানুষের ওপর যেভাবে আক্রমণ চলছে, তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করা হচ্ছে, এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া। 

ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর এর প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া গত সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি। ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা। গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ, কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেয়া হয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই বৃহস্পতিবারই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন তারা।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে।