০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬

ভারতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে  © সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজ্যটির মুলুগু জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ সকাল ৭টার দিকে তেলেঙ্গানার মুলুগু রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটা গভীরে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।

আরও পড়ুন: ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘গত ২০ বছরের মধ্যে তেলেঙ্গানায় এত শক্তিশালী ভূমিকম্প হয়নি। হায়দরাবাদসহ সমগ্র তেলেঙ্গানায় ভূমিকম্প অনুভূত হয়েছে।’

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানা ভূমিকম্পের সর্বনিম্ন ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলে রয়েছে। কারণ এটি সিসমিক জোন ২-এ পড়েছে। তারপরও সেখানে আজ তীব্র ভূমিকম্প অনুভূত হলো। ভারতে ২ থেকে ৬ পর্যন্ত চারটি সিসমিক জোন রয়েছে।
খবর ইন্ডিয়া টুডে