ভারত থেকে এলো চাল-পেঁয়াজ, গেলো তুষের তেল
পণ্য পরিবহনে জটিলতা ও ভারতীয় লোকজনের বাধার কারণে দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দেশটি থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। সেই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সকালে যথারীতি বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে চলে গেছে।
এরপর সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ১০ ট্রাক তুষের তেল রফতানি হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ বন্দর দিয়ে ভারত থেকে ৬২ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টরা যেসব পণ্য ছাড়ার জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করলে সেসব পণ্যের পরীক্ষণ শুল্কায়ন করে আরোপিত শুল্ক পরিশোধ সাপেক্ষে বন্দর থেকে ছাড় দেওয়া হয়েছে।